1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

শ্যামনগরে দুই যুবদলকর্মীসহ তিন অনলাইন জুয়াড়ী আটক

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরে যুবদলকর্মী আবু সাঈদ(৩০) ও মনিরুজ্জামান(৩০)সহ অনলাইন জুয়ার সাথে জড়িত তিনজনকে আটক করেছে শামনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নওয়াবেঁকী বাজার সংলগ্ন আটুলিয়া এলাকার একটি ধানের ক্ষেত থেকে তাদেরকে আটক করা হয়।

 

এসময় আটককৃতদের নিকট থেকে ১০০ মিলি বিদেশী মদ ও ১০০ গ্রাম গাাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উত্তর আটুলিয়া গ্রামের আবু সাঈদ(৩০), মনিরুজ্জামান(৩০) ও ভঢ়ভড়িয়া গ্রামের মেখালেছুর রহমান(২৪)। আবু সাঈদ ও মনিরুজ্জামান পান্না ইতিপুর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

 

তবে ৫ আগষ্ট পটপরিবর্তনের পর থেকে তারা দু’জনে স্থানীয় আটুলিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহর ছত্রছায়ায় রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুর কবির জানান আটককত সকলে ওয়ানএক্সবেট নামীয় জুয়ার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদের বাড়ির পাশ থেকে তাদেরকে আটক করা হয়। দুই’জন পালিয়ে গেলেও তাদের মোবাইলে অনলাইন জুয়ার এ্যাপের প্রমান মিলেছে।

 

এসময় আটককৃতদের নিকট থেকে দু’টি মটর সাইকেল ও তিনটি মেবাইল জব্দ করা হয়েছে। নিনয়মিত মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পালিয়ে গেলেও তাদের সহযোগী ই¯্রাফিল ও ইসমাইলকে একই মামলায় আসামীভুক্ত করা হয়েছে।

 

এদিকে একাধিক সুত্র নিশ্চিত করেছে যে বুধবার রাতে এসব জুয়াড়ীকে আটকের পর তাদের ছাড়িয়ে নিতে রেজাউল ইসলাম রানাসহ উপজেলা যুবদলের কয়েক নেতা নানাভাবে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একই গ্রুপের বিরুদ্ধে নওয়াবেঁকী খোলপেটুয়া নদীর চর দখলেরও অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট