মো:শাহীনুর আলম (শাহীন)শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালি এলাকায় বজ্রপাতে সুবাস মালো (৪৫) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে,নিহত সুবাস মালোর পিতা শিবপদ ধীবর। তিনি কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা,পেশায় তিনি একজন জেলে এবং চিংড়ি চাষের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবাস মালো নিয়মিতভাবে রতনপুর থেকে চিংড়াখালি এলাকায় আসতেন,সেখানে তিনি ১০ বিঘা জমিতে বাগদা চিংড়ির চাষ করতেন,প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে তিনি তার ঘেরে যান মাছ ধরতে।
হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠেই বজ্রপাতের শিকার হন তিনি,স্থানীয় লোকজন দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান,বজ্রপাতের শব্দে চিংড়াখালি এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে নেওয়া হয়েছে,সুবাস মালোর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি,তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামবাসী গভীরভাবে শোকাহত,স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারটিকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।