শ্যামনগরে বিএনপির সদস্য হওয়ায় এক প্রতিবন্ধীর ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামের প্রতিবন্ধী ইসমাইল গাজীর ছেলে হারুন গাজী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ হারুন গাজী ৩০ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের খাস জায়গায় বসবাস করছে। সম্প্রতি তিনি বিএনপির সদস্য হন। এতে ক্ষিপ্ত হয়ে ৬ আগস্ট বেলা ১১টার সময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াত নেতা নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রহমানের
নেতৃত্বে বেশ কয়েকজন জামায়াত কর্মী তার প্রতিবন্ধী বাবা ও
দুই বোনের থাকার ঘর ভাঙচুর ও বসতবাড়ির গাছ কেটে ফেলে। এসময় তার স্ত্রী বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা রকম ভয়ভীতি দেখায় এবং বলতে থাকে তোর কোন নেতা আছে এখন ডেকে নিয়ে আয়। আমার স্ত্রী ভাঙচুরের ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গেলে চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমান ফোন কেড়ে নিয়ে মাটিতে
আছাড় মারে। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুর রহমান বলেন, আমি ঘটনার সাথে জড়িত ছিলাম না। খেলার মাঠ দখল করে ঘর বাঁধার কারণে স্থানীয়রা ভেঙে দিয়েছে। তারা বিএনপি করে বলে ঘরবাড়ি ভাঙা হয়নি, এটা তারা সাজিয়ে মিথ্যাচার করছে।