মো:শাহীনুর আলম (শাহীন) শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তদের ঢল নামে।
শুক্রবার (২৭ জুন) বিকালে উপজেলার গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত ও অনুরাগীরা। এসময় ঢাক-ঢোল, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। নকিপুর হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই রথযাত্রা। এ উপলক্ষে গোপালপুর শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা।
এর আগে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
শুক্রবার সকালে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রথযাত্রার আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর রাঁধা গোবিন্দ মন্দিরের সেবায়েত কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতী দলের হাসান শারিয়ার রিপন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী প্রমুখ।
আগামী ৫ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠান শেষ হবে