ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্ট।
সাতক্ষীরার শ্যামনগরে ২ গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা করা হয়েছে। ৬ আগষ্ট ( বুধবার) সন্ধ্যা ৬ টা ৫৫ মিঃ দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ গাঁজা সেবনকারীকে সাজা ও জরিমানা করেন।
শ্যামনগর উপজেলা পরিষদের অভ্যন্তরের নির্জন এলাকায় গাঁজা সেবন অবস্থায় আটক হয়- শ্যামনগরের নুরনগরের আলম শেখের পুত্র নুরুজ্জামান ও যশোরের অভয়নগরের গোরাখোলা গ্রামের খলিলের পুত্র মনিরুল। মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১৮ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা করে শ্যামনগর থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়।শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালত অব্যহত থাকবে।