1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরা শ্যামনগরে জোনাব বাহিনীর ২ সদস্য গ্রেফতার

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু নজির গাজী (৫৫) ও দিদারুল ইসলাম (৩৮)–কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপকূলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকার মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।থেকে তাদের ধরা হয়। স্থানীয়দের জলদস্যু সন্দেহে তাদেরকে ধাওয়া দেয় দিয়ে ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করে। পুলিশ জানায়, আটক নজির গাজী স্বীকার করেছেন তিনি সুন্দরবনের কুখ্যাত ‘জোনাব বাহিনী’র জন্য লোক আনা-নেওয়ার কাজ করেন। দিদারুল জানান, তিনি নজিরের সহকারী হিসেবে জেলেদের জিম্মি ও মুক্তিপণ আদায়ে জড়িত। তবে গ্রামবাসীদের দাবি, বর্তমানে জোনাব নয়, নজির ও তার ছেলে আব্দুর রহিমসহ একটি স্থানীয় চক্রই দস্যুতা চালাচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট