মো: আব্দুল্লাহ আল মামুন,শ্যামনগরে উপজেলা ক্রাইম রিপোর্টার
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি একজন পরিবেশ সচেতন, দায়িত্বশীল ও মানবিক মানুষও। থানার অভ্যন্তরীণ পরিবেশ রক্ষণাবেক্ষণে তাঁর নিজ হাতে তদারকি নজর কেড়েছে সাধারণ মানুষের।
সম্প্রতি দেখা যায়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে থানার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, গাছগাছালির যত্ন নেওয়া এবং সৌন্দর্যবর্ধনের কাজে মনোনিবেশ করেছেন। থানার কর্মরত পুলিশ সদস্যরাও তার এ উদ্যোগে উৎসাহ পেয়েছেন এবং সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, পরিবেশ রক্ষা করাও সামাজিক দায়িত্বের অংশ। থানার পরিবেশ ভালো থাকলে মানুষের সঙ্গে সম্পর্ক আরও সহজ হয়।
স্থানীয় সুধী মহল বলেন, এমন ওসি পেয়ে আমরা গর্বিত। তিনি শুধু আইন প্রয়োগ করছেন না, সমাজকে সচেতন ও মানবিক করে গড়ে তুলতে কাজ করছেন।
তাঁর এই ব্যতিক্রমী ভূমিকা থানার সীমানা পেরিয়ে সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকে বলছেন, তাঁর মতো অফিসার প্রতিটি থানায় থাকলে পুলিশ সম্পর্কে জনমানুষের ধারণা পুরোপুরি বদলে যাবে।
পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব থানার রূপকার হিসেবে ওসি হুমায়ুন কবির মোল্লা আজ শ্যামনগরের গর্ব। তাঁর এই উদ্যোগ সারা দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।