1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

শ্যামনগর থানার মান্দারবাড়িয়া চর হতে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশ-ইন করা ৭৫ জন বাংলাদেশী মুসলিম নাগরিকদের উদ্ধারপূর্বক প্রকৃত আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর।

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার, জনাব হারুন-অর-রশীদ জানান যে,গত ৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে ভোররাতে ভারতীয় বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশী মুসলিম নাগরিক এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ-ইন করা হয় এবং তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন ও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধারপূর্বক শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় শ্যামনগর থানা পুলিশ উপরোক্ত ব্যক্তিদের গ্রহণপূর্বক যাচাই-বাছাই করিয়া দেখেন যে, ৭৫ জনের ভিতরে নড়াইল জেলার ৬৩ জন, সাতক্ষীরা জেলার ০১ জন, শরিয়তপুরের ০১ জন, খুলনার ০৬ জন, যশোরের ০২ জন, বরিশালের ০১ জন ও ঢাকার ০১ জন। তার মধ্যে অদ্য ৭১ জনের প্রকৃত আত্মীয়-স্বজন আসলে সাধারণ ডায়েরীতে নোটপূর্বক এনআইডি কার্ডের ফটোকপি, জিম্মানামা ও মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। গতকাল রাত্রে তাদেরকে গ্রহণ করার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় তাদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং থাকা ও খাবারের ব্যবস্থা গ্রহন করা হয়।

এছাড়াও ০৩(তিন) জন জন্মসূত্রে ভারতের নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্তৃক দায়েরকৃত এজাহার মূলে অত্র শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহা শ্যামনগর থানার মামলা নং-১৫, ধারা-4, The Control of Entry Act 1952 (বিনা পার্সপোর্টে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করার অপরাধ)। অভিযুক্ত ০৩(তিন) জন হলেন:-

১। আব্দুর রহমান(২০), পিতা-খালিদ শেখ, মাতা-কাকলী, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-ফুলবাড়ীয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।

২। মোঃ হাসান শাহ(২৪), পিতা-মৃত মুন্না শাহ, মাতা-মৃত নুরজাহান বিবি, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-বিষ্ণুপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।

৩। সাইফুল শেখ(১৯), পিতা-সোহেল শেখ, মাতা-সাবিনা শেখ, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা- গ্রাম-বিষ্ণুপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট