ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায় জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার এসআই(নি:)/মো: জহিরুল ইসলাম, এসআই(নিঃ) মো: মিজানুর রহমান, এএসআই(নি:) মো: আ: মোমিন শ্যমনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ১৩/০৬/২০২৫ খ্রিঃ তারিখ আসামী ১। মো: আাজিজুল ইসলাম(২১), পিতা-মো: আকবর গাজী, ২। মো: সাইফুল ইসলাম(২৩), পিতা-আ: হামিদ, উভয়সাং-হাওয়ালভাঙ্গি, উভয় থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা কে ০১ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে অত্র থানায় মামলা নং-১৮, তারিখ-১৪/০৬/২০২৫ খ্রি:, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ এর নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।