1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

শ্রীবরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫ নং গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় ছাত্র জনতা।

১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে ৫ নংগোশাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা।

এ সময় ইউপি চেয়ারম্যান আশিকের অপসারণ দাবি করে বক্তব্য দেন স্থানীয় ছাত্র জনতা।

বক্তারা বলেন, হাসিনা পালানোর পর হতেই এই গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিক পলাতক রয়েছেন। তিনি পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে তিনি বাড়িতে থেকে তার নিজস্ব বাহিনী দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে কিছু কিছু কাজ করছেন। এছাড়া স্থানীয়ভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টাও করছেন। আমরা পরিষদের সদস্যরা জনগণের সেবা নিশ্চিত করতে ফ্যাসিস্ট আশিকের অপসারণ দাবি করছি। আর তাকে অপসারণ করে প্রশাসকের মাধ্যমে জনগণের সেবা চালু রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

চেয়ারম্যান আশিকের বক্তব্য জানতে তার মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট