মোঃ মেহেদী হাসান সম্পাদক ও প্রকাশক।
ঢাকার রামপুরা ডেল্টা হসপিটালের পাশে সড়ক পার হওয়ার সময় রমজান বাসের ধাক্কায় সারজিস (১৬) নিহত হবার পর বিক্ষুব্ধ জনতা অন্তত দুই টি বাস ভাঙচুর করে থাকে। যারা যায় দুটি বাস পাল্লা দিয়ে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার রাত আট টার পরের ওই ঘটনায় জের ধরে সংঘটিত সহিংসতা নিয়ন্ত্রণে আনার পর পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান ডেল্টা হসপিটালের অপজিটি (তিন কন্যা অটো সেন্টার) বাইক সোরুমে কাজ করতো সারজিস ।
এমতাবস্থায় রাস্তা পারাপার করতে যেয়ে রমজান বাসের ধাক্কায় পরে যায় ওপর টি এসে চাপা দেই।দুটিবাস পাল্লা দিয়ে চলতে থাকে এর মত অবস্থায় সাজিদের গায়ের উপরে উঠে । পরে বাস দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের সহযোগিতায় বাজ দুটি আটক করতে সক্ষম হয়েছে । পরে পুলিশ এসে তৎক্ষণিকভাবে সারজিসকে হসপিটালে প্রেরণ করে। সারজিস বাড্ডাতে থাকন এমনটা বলছেন স্থানীয়রা