মাহবুব রহমান, রাজশাহী জেলা স্টাফ রিপোর্টার।
রাজশাহী অঞ্চলে মুণ্ডমালা পৌরসভা একটি রাস্তায় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচলে নির্মম অসুবিধায় হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী যানবাহন ও লোকজন।
আজ ১০ আগাস্ট রবিবার বিকাল ৪ টায় পাথর ভর্তি দশ চাকার একটি ট্রাক এক্সিডেন্টের প্রবলে একজন আহত হন গাড়িটি রাস্তাটির গর্ত থাকার জন্য গাড়ির এক সাইডের চাকা বসে যাই এবং এবং রাস্তার দুই পাশের গাড়িগুলো জ্যামের প্রবলে আটকা পড়ে যায় হয়রানির শিকার হয়ে পড়ছে জনগণ।
গর্তটির কারণে রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এই সড়ক দিয়ে তানোর উপজেলা হয়ে রাজশাহী এবং পশ্চিমে আমনুরা হয়ে চঁপাই বিভিন্ন শ্রেণীর লোকজন যানবাহন যাতায়াত করেন।
সড়ক গর্ত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রাজশাহী,চাঁপাই অঞ্চলের বহু মানুষ।
স্থানীয় অটোরিকশাচালক জসিম সরদার, জাকির, আল-আমিন জানান, গর্তের কারণে তাঁরা রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারছেন না। মন্ডুমালা পৌরসভার রাস্তায় শুধু এখানে নয় আরো অন্যান্য জায়গায় গর্ত সড়ক খারাপ আছে । পিকআপচালক রবিউল, শরীফ ও আলাউদ্দিন জানান, সড়কে গর্ত হয়ে যাওয়ায় গাড়ির মালামাল সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। এই সড়ক কবে নাগাদ ঠিক হবে, তা-ও বুঝতে পারছেন না তাঁরা।
অটো চালক তুষার বলেন বিগত ৩-৪ দিন পূর্বে যাত্রী নিয়ে যাওয়ার সময় সড়কটিতে গর্তের জন্য গাড়িটি উল্টে যায় এবং কয়েকজন যাত্রী আহত হয়।
তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাইদুর রহমান, তৎক্ষণিক সড়ক গর্তের বিষয়ে কথা হলে, তিনি বলেন গর্তর জায়গা গুলিতে দুর্ঘটনার প্রবলে পড়ছে,তারই জন্য দ্রুত সংস্কার করা জরুরি বলে আশায় ব্যক্ত করেন।
জাতি চিরজীবন মনে রাখবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেখান থেকে আমাদেরকে সচেতন এবং সর্তকতা অবলম্বন করা।