কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “তারুণ্যের উৎসব 2025” উদযাপন উপলক্ষে উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে আয়োজিত হয় বিতর্ক প্রতিযোগিতা। যার প্রথম রাউন্ডে তারালি মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডে সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে কালিগঞ্জ
পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেমিফাইনালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সর্বশেষ শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের দলনেতা ছিলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নিশাত তাসনীম, ২য় বক্তা ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাম্মৎ সুরাইয়া এবং ৩য় বক্তা ছিলেন নবম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা বিনতে ছাকী। অত্র স্কুলের শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ৩ বিতার্কিককে।