শামীম আহমেদ পাবনা জেলা
গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম হাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস করা হয়।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান টের পেয়ে বেশিরভাগ বিক্রেতা পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়। পরে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো এলাকাবাসীর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার সাদিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, “বর্ষার শুরুতে বিভিন্ন হাটবাজারে এসব নিষিদ্ধ জাল বিক্রি হয়। এই জালগুলোর ছিদ্র খুব সূক্ষ্ম হওয়ায় এর মাধ্যমে পোনা মাছ, মাছের ডিম এমনকি সাপ ও ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে, যা জীববৈচিত্র্য ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে। আমরা আগেও অভিযান পরিচালনা করেছি এবং জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি।”
সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান জানান, অভিযানে ১২৫টির বেশি চায়না দুয়ারী জাল এবং ১০০ মিটারের অধিক কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। তিনি বলেন, “মাছের প্রাচুর্য রক্ষায় সর্বপ্রথম জনগণকে সচেতন হতে হবে। আমাদের এই অভিযান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনে জেল ও জরিমানার মতো কঠোর পদক্ষেপ নিতেও মৎস্য বিভাগ বদ্ধপরিকর। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যদের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।