শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় বৃদ্ধ মা কাঞ্চন খাতুনকে (৭৫) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ছেলে নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সোনালী (৪০) কে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যৌথ বাহিনী আটক করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে টেনে-হিঁচড়ে জঞ্জালের মধ্যে ফেলে মারধর করছেন। এরপর ছেলে নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরে মাটিতে আছাড় দেন। এ সময় অসহায় মা চিৎকার করতে থাকেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “বৃদ্ধ মাকে নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।