শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার সাঁথিয়ার সিলন্দা এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন ইউনিক স’মিলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউনিক স’মিলের মালিককে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না (২১ আগস্ট ২০২৫ ইং রোজ বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা এবং করাতকলে ক্রয়কৃত ও বিক্রিত কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ ক্রয়-বিক্রয় এবং চিরাইয়ের হিসাব সংরক্ষণ না করায় করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর দণ্ড ১২ বিধি মোতাবেক সিলন্দা অবিস্থত ইউনিক স’মিল, মালিককে মোট ৫০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত