শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার সাঁথিয়ার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে ছেলে ও পুত্রবধূর দ্বারা নির্যাতিত মাকে হাসপাতালে ভর্তি করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। এ সময় তিনি আরো বলেন চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে আরও সাহায্য সহযোগিতা করা হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাকে সার্বিক সহযোগিতা প্রদান করব। তিনি এ ছাড়াও আরো জানান
গতকাল শনিবার সকালে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বেদম প্রহার করার একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য মিডিয়ায় ভাইরাল হয়। এতে করে সাঁথিয়াসহ সারাদেশে তীব্র ক্ষোভ,প্রতিবাদ, জনরোষ হয়। এর প্রেক্ষিতে সাঁথিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে গতকাল বিকেলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের বউ সোনলী খাতুন (৪০) , ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুন (৩৬) গ্রেফতার করা হয়েছে। এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হবে বলে জানান।