শামীম আহমেদ পাবনা জেলা
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রবীণ ব্যক্তিবর্গদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫আগস্ট)বিকালে দেবীপুর দাখিল মাদরাসা মাঠে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ভুলবাড়িয়া ইউনিয়নের আমির মাওলানা মাহতাব উদ্দিন প্রধান অতিথি ছিলেন পাবনা-০১ আসনের সাঁথিয়া -বেড়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা মো: নাজিবুর রহমান মোমেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলার আমির মাওলানা মোখলেছুর রহমান। সাঁথিয়া উপজেলার সাবেক আমির মাওলানা আব্দুল কুদ্দুস । সাঁথিয়া উপজেলা শাখার যুব জামায়াত ও মিডিয়া শাখার সভাপতি মাওলানা মেহেদী হাসান সহ আরো গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে ড. ব্যারিস্টার মাওলানা মো: নাজিবুর রহমান মোমেন বক্তব্যে বলেন সাঁথিয়া- বেড়া উপজেলা বাসীকে নিরক্ষরতামুক্ত, দারিদ্র্যমুক্ত ও উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আধুনিক যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত স্বাস্থ্য সেবা, নদী ভাঙন প্রতিরোধ এবং কৃষি পণ্যের সুষ্ঠু বিপণন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন ও কর্মসংস্থান বৃদ্ধি আমার অঙ্গীকার।” এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাঁথিয়ায় সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।