শামীম আহমেদ পাবনা জেলা
পাবনা সাঁথিয়া থেকে প্রায় ৪২ কিলোমিটার ইছামতী নদীতে প্রথম পর্যায়ে কচুরিপানা অপসারণের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে সাঁথিয়া উপজেলার আফতাবনগর এলাকায় কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় আই-৩ (ইছামতি নদী) ৪২ কিলোমিটার প্রধান সেচ খালের মধ্যে ৫ কিলোমিটার নদীর কচুরিপানা প্রথম পর্যায়ে অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পুরো নদীর কচুরিপানা অপসারণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বেড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হায়দার আলী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।