1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

সাংবাদিক শহীদুল আলমের ওপর সন্ত্রাসী হামলা, একজন আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।

 

সাতক্ষীরায় জাল টাকা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক একুশের বাণী-এর জেলা বুরোচিফ সাংবাদিক শহীদুল আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) আনুমানিক রাত ১১টার দিকে শহীদুল আলম নিজ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শহরের ঝুটি তলার মোড় এলাকায় অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হন।
একদল দুর্বৃত্ত বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তার গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ২৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায়।
স্থানীয় জনতা শহীদুল আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মূল অভিযুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও জাল টাকা সরবরাহকারী আশরাফুলকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে।
জানা যায়, আশরাফুলের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক, অস্ত্র ও চোরাচালানের মামলা রয়েছে। স্থানীয় জনসাধারণ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে নিরাপত্তার দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট