জান্নাতুল ফেরদৌস,পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর বিশিস্ট সাংবাদিক সুনিল সরকার এর শতবর্ষী কাকা নারায়ন চন্দ্র সরকার মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে বার্ধক্যজনিত রোগে ইহলোক ত্যাগ করেন ( দিব্যান লোকান স্ব- গচ্ছুতি)। বড় ভাই'র মৃত্যুর আনুমানিক একঘন্টার ব্যবধানে পিঠাপিঠ মেজ ভাই ( সুনিল সরকারের পিতা) ৯০ বছর বয়সী সনতান সরকারও ইহলোক ত্যাগ করেন ( দিব্যান লোকান স্ব- গচ্ছতি)। একঘন্টার ব্যবধানে সহোদর দুই ভাই'র মৃত্যুর খবরে স্বজনরাসহ এলাকার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়।
সুনিল সরকারের কাকা নারায়ন সরকার দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানয় ছিলেন। সুনিলের বাবা সনাতন সরকার প্রতিদিন ৮-১০ বার তার অসুস্থ বড় ভাই নারায়ন সরকারকে দেখে আসতো এবং বড় ভাইর জন্য প্রার্থনা করে আসছিল। ভাইকে না দেখলে সে অস্থির থাকতো বলে স্বজনরা জানান। স্বর্গীয় সুনিল সরকার বর্তমানে ৩ ভাই, ৪ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে এবং স্বর্গীয় নারায়ন সরকার স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকালে পারিবারিক শ্মশানে একই সময় পৃথক স্বর্গীয় সহোদরদ্বয়ের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।