ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সোমবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদিত প্রকল্পের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, পুরোনো অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডগুলোর অনেকই খালি পড়ে আছে। সেগুলোর সক্ষমতা ব্যবহার না করে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন করলে জাতীয় সম্পদের সঠিক ব্যবহার হবে না।
এদিকে, নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সরকারের অনাগ্রহের বিষয়ে চরম হতাশা ও নিন্দা প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল।
তিনি বলেন, সাতক্ষীরা বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময় একটি জেলা। আমরা জেলাবাসীর কর্মসংস্থান সৃষ্টির জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সরকারকে চাপ সৃষ্টি করে আসছি। এক পর্যায়ে সরকার সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় এবং প্রকল্পটি অনুমোদন করে। কিন্তু এখন শুনছি প্রকল্পটি থেকে সরকার মুখ ফিরিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য চরম হতাশাজনক। আমরা সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহবান জানাচ্ছি এবং একই সাথে দ্রুততম সময়ে প্রকল্পটির কাজ শুরুর দাবি জানাচ্ছি।