আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচি পালিত হয়।মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক আন্দোলন। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান মনি প্রমুখ।মিছিলটি পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, সরকারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগায়।তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান।অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন।মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সংলাপ প্রয়োজন।তারা দাবি করেন, রাজনৈতিক দমন-পীড়নের অবসান ঘটাতে হবে।এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা আরও বলেন, এই কর্মসূচি শুধু স্মরণ নয়, বরং পরিবর্তনের ডাকও বয়ে আনবে।তারা আগামীদিনে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন।সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে কর্মসূচি সম্পন্ন হয়