1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জনসম্মুখে হেনস্থা করলেন মা মটরসের মালিক মোঃ জিল্লুর রহমান

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সহ-সভাপতি ও মা মটরসের মালিক মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শহরের নিউ মার্কেট মোড়স্থ সাতক্ষীরা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম একটি ঔষধের দোকানে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে নিউ মার্কেট মোড় এলাকায় আসেন। সেখানে একটি লাল রঙের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি হলে, গাড়ি থেকে নেমে জিল্লুর রহমান হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন।

 

এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে গায়ে হাত তুলে হেনস্থা করতে থাকেন এবং তাকে টেনে একটি কৃষ্ণচূড়া গাছের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জনসম্মুখে এই অপ্রীতিকর ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন।

 

প্রত্যক্ষদর্শী আখের রস বিক্রেতা মো. মনজুর রহমান জানান, “জিল্লুর রহমান সাহেবের প্রাইভেট কারে সামান্য ধাক্কার ঘটনা ঘটলেও এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো দোষ ছিল না। তারপরও উনি তাকে হেনস্থা করতে শুরু করেন।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক মহলেও বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনার পরে অভিযুক্ত জিল্লুর রহমান দ্রুত প্রাইভেট কারযোগে নিউ মার্কেট এলাকার দিকে চলে যান।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ সোচ্চার হয়ে উঠেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট