মো: আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলি ২০১৬ সালের ১০ জুলাই বিচারবহির্ভূতভাবে পুলিশের গুলিতে নিহত হন। তার এই মর্মান্তিক মৃত্যুর পরেও দলীয় পরিবারের প্রতি বিএনপি’র আন্তরিকতা আবারও প্রমাণ হলো।
https://youtu.be/iM3wQeQ1mqg?si=LobZ1-QNO6MsHoi3
আজ ৩১ আগস্ট ২০২৫, নিহত অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে বিয়েতে বিশেষ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল কাশেম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য নুরজাহান পারভীন ঝর্না, জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.আই. আশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।এটি কোনো একক আয়োজন নয়। এর আগে ২০২৪ সালেও মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান। দলের প্রতি এমন দৃষ্টান্তমূলক মানবিকতা এবং পরিবারসম আচরণ রাজনৈতিক অঙ্গনে প্রশংসনীয় নজির স্থাপন করেছে।
এই আয়োজনে পুরো কাশিমাড়ি ইউনিয়নে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, “রাজনীতি শুধু ক্ষমতা নয়, এটা দায়িত্ব ও সম্পর্কের বন্ধন—তা বিএনপি প্রমাণ করেছে।”