1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও অবৈধ যাতায়াতকারী ৩জন আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ মোকাররম বিল্লাহ ইমন সাতক্ষীরা।

 

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল ও অবৈধ পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে চান্দুড়িয়া বিওপি এবং বৈকারি বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো আশাশুনি উপজেলার উৎসব নারায়ন বাহার(২৮), শুভ বাহার(২৪), উত্তম মন্ডল(২০)।

 

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে চোরাকারবারিরা ফেন্সিডিল আনছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া সিমান্ত বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়।

 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাভর্তি ১৯৯ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

এছাড়া অপর এক অভিযানে বৈকারি সিমান্তে বাংলাদেশের অভ্যন্তরে তিন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে যাবার সময় আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ,৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে। এছাড়া আটক তিন ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট