1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরায় ৫ই আগস্ট এর স্বৈরাচার পতনের পর স্থানীয় নেতাকর্মীদের প্রভাবে মাদকের ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছেন আশরাফুল

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।

 

সাতক্ষীরা কাটিয়া লস্কর পাড়া ঈদের পাশে পাঁচতলা ভবনে চলে মাদকের নমরমা ব্যবসা| সাতক্ষীরা সদরে কাটিয়া লস্কর পাড়ার বাসিন্দা লতিফ সহ লতিফ মোড়লের পুত্র আশরাফুল একজন নামধারী চোরাকারবার ও মাদক ব্যবসায়ী| তার কাছ থেকে একজন মাদক কিরে তার ভিডিও ফুটেজ ধারণ করা হয় তাতে বলতে শোনা যায় আশরাফুল(৪৫) প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাদক বিক্রয় করেন| এমন ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে |শুধু এখানেই শেষ নয় যার টাকা ও জাল ডলার বানানোর ফ্যাক্টরি তৈরি করেন তার পাঁচ তলা ভবনে| আর এসব কাজে সহযোগিতা করে তার স্ত্রী ও সন্তান আসাদুজ্জামান(২৫) সাতক্ষীরা সেনাবাহিনীর একটি টিম তার বাড়ি অভিযান করলে সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকার ও জাল ডলার উদ্ধার হয়|

এবং দুইজনকে আটক করা হয় ঘটনা স্থলকে আশরাফুলকে পাওয়া যায় নাই ঘটনা সত্বে হলেও এর সাথে আশরাফুল জড়িত সেনাবাহিনীর কাছে সঠিক তথ্য না থাকায় আশরাফুল সেনাবাহিনী ও প্রশাসনে নাগালের বাইরে চলে যায়| এসব বিষয়ে তুলে ধরেন জাতীয় দৈনিক একুশে বাণী পত্রিকার সাংবাদিক শহিদুল আলম এবং এ বিষয়ে তাৎক্ষণিক একুশে বাণীর ছয় পাতা একটি নিউজ প্রকাশিত হয আশরাফুল ও তার ছেলে আসাদুজ্জামান সহ সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হতে হয় তাকে| তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না মুখ খুললেই তাকে হত্যার হুমকি মারপিটের ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে নামে এক ব্যক্তি প্রকাশ্যে মাদক বেঁচে গেলে তাকে বাধা দেয় তারও উপরেও হামলা হয় অসহায় নির্বিকার জিএম এই ছইড়া চলের আশরাফুলের নির্যাতন নির্বিকারের সহ্য করেন| জি এম পেশায় রাজমিস্ত্রি| তার উপরে হামলা নিন্দা জানান এলাকাবাসী| এই মাদক কারবারি ও তার স্ত্রী সন্তান একযোগে মাদকের ব্যবসায় সাথে জড়িত অদক্ষরে আশরাফুল ও আশরাফুলের পরিবারের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাধারণ মানুষ|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট