1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সাতক্ষীরা কালিগঞ্জে টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর উপর অভিমান, গৃহবধূর আত্মহত্যা!

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

 

সাতক্ষীরার কালিগঞ্জে টিকটক ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় স্বামীর উপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাবেয়া খাতুন ওই গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।

 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাবেয়া পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর স্বামী সাইদুল জানালা দিয়ে দেখেন, রাবেয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন।

 

বিষয়টি থানায় জানানো হলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে, ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতোক রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট