ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/সাখায়েতুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ০২/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১৫.১৫ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা থানাধীন সংগীতা সিনেমা হলের মোড় আবুল কাশেম সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত হোটেল আল-কাশেম ইন্টারন্যাশনাল এর ৬ষ্ঠ তলার ৬০৬ নং কক্ষের মধ্যে থেকে আসামী ১। মোঃ রাব্বি ইসলাম (২৫), পিং আনোয়ার হোসেন, মাতা-সকিরুন, সাং-বাগমুছা (বাঘা মহিষা), থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ, ২। সাথী সুলতানা (২১), স্বামী রাব্বি ইসলাম, পিতা মহসিন গাজী, সাং-বংশীপুর, থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা দ্বয়কে (৩০০+১০০)=৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।