মোঃ মেহেদী হাসান সম্পাদক ও প্রকাশক
সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়নকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার(২৪ জানুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করেন!
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা বলেন, ‘তাদেরকে আটক করে সাতক্ষীরা থানা হেফাজতে রাখা হয়েছে।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত হিসেবে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’