1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

সাতক্ষীরা শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের তিন সদস্য গ্রেফতার,পলাতক মূল হোতা আল-আমিন

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ধরা পড়েছে একটি সক্রিয় মাদক চক্রের তিন সদস্য। কালিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা শুক্রবার (৩১ মে) বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে চক্রের মূল হোতা আল-আমিন পালিয়ে গেলেও তার ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও সংশ্লিষ্ট সামগ্রী।

 

প্রথমে শ্যামনগর সরকারি মহাসিন কলেজের সামনে থেকে ভারতীয় মদ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় দুইজনকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরে ভেটখালি বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

 

এরপর অভিযানে অংশ নেওয়া দল সরাসরি আল-আমিনের বাড়িতে হানা দেয়। কৈখালী ইউনিয়নের কুখ্যাত মাদক সরবরাহকারী আল-আমিনের ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়:

 

বিদেশি মদের ৩টি বোতল (এর মধ্যে ২টি খালি),৫০ গ্রাম গাঁজা,১টি গাঁজা পরিমাপক যন্ত্র,২টি স্মার্টফোন,৬টি সিম কার্ড,৪টি পাসপোর্ট,এবং একটি RTR Apache মোটরসাইকেল।

 

তবে সেনা সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে মূল হোতা আল-আমিন পালিয়ে যায় স্থানীয় একটি স্কুল ভবনের দিক দিয়ে।

 

গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত: মোহাম্মদ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল্লাহ আল আমিন (২৪), ভেটখালী গ্রামের মৃত: নুরুল ইসলাম এর ছেলে আসাদুল (২৩), টেংরাখালি গ্রামের মৃত: আব্দুর কাদের এর ছেলে আসিফ (১৭),

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আল-আমিন দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদক সরবরাহ করে আসছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই চক্রের মাধ্যমে শ্যামনগরসহ আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে পড়ত।

 

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কালিগঞ্জ আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আগামীতেও চলবে কৈখালীর বিভিন্ন স্থানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট