ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানিয়েছে সাংবাদিক কে।চারটি,ছেলে সোনার মোড়,থেকে রিপোর্ট বই নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ,সাবেক সংসদ সদস্যের বাড়ির সামনে,দিয়ে যাওয়ার সময় ওদের কে,
কয়েকজন ছেলে বলল এই তোরা দাঁড়া।
দাঁড়ানোর পরে ওদের কাছ থেকে এমপি পুত্র ওই রিপোর্ট বইটি কেড়ে নেয়।
নেওয়ার পরে বইটি ছেড়ে ফেলল আরো অনেক কিছু নিয়েছিল,
তখন ওরা বলল,ভাই আমাদের বইগুলো ফেরত দেন।
ফেরত না দিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং মারধর ও করে।
মারধর করার একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে, সে সময় ওখানের কিছু লোকজন, তাদের কে
নিয়ে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করে।
তার কিছুক্ষণ পরে মটো ফোনের মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ে।
তখন এক থেকে দেড়শত ছাত্রশিবির সাবেক সংসদ সদস্য বাড়িতে গিয়ে ভাঙচুর করে।