1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

সানন্দবাড়ীতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

 

জাপানি ভাষা শিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের উদ্যোগে এক মতবিনিময়, পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। সঞ্চালনায় ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাদ্রাসার প্রভাষক শামসুল ইসলাম তারেক।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নির্বাহী পরিচালক আবু শামা।

 

আবু শামা জানান, ভর্তি কার্যক্রমের শুরুতে প্রথম ২০ জন শিক্ষার্থীর জন্য ৩০% থেকে ৪০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ প্যাকেজ সুবিধা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জহুরুল ইসলাম।সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম প্রামাণিক।কবি ও সাবেক শিক্ষক আজিজুর রহমান।তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার।ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান।সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

বক্তারা বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। দক্ষ ভাষাজ্ঞান অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের এই সম্ভাবনার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের পরিচালক আলহাজ্ব ফটিক মিয়া, শহিদুর রহমান এবং শিক্ষক অর্ণব তাহসিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট