মো আব্দুল্লাহ আল নোমান,কেশবপুর (যশোর)
আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে কেশবপুর উপজেলা র ৬নং সদর ইউনিয়ন অন্তর্গত রামচন্দ্রপুর-মধ্যকুল গুরুত্বপূর্ণ ব্যাস্ত সড়কে বন্যা পরবর্তী সংস্কার কাজ করা হয়। দীর্ঘদিন যাবৎ সড়কটি বেহাল দশায় পরিণত হয়।এতে করে জনসাধারণের ভোগান্তির শেষ নেই। কোনো লোক অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যায় না। সড়কটিতে ভ্যানে যাতায়াত করলে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে এমনটাই মন্তব্য করেছেন এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াতের জন্য ভোগান্তির শিকার হচ্ছে। এ সড়ক দিয়ে প্রতিদিন একশত এমনকি এর অধিক মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, আলমসাধু, করিমন ইত্যাদি যানবাহন যাতায়াত করে থাকে। সড়কের এমন বেহাল দশা দেখে সড়কটি মেরামত করার উদ্যোগ নেন আল হাদিদ ফাউন্ডেশন। আল হাদিদ ফাউন্ডেশন তাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাসেবীরা সড়কটির সংস্কার কাজ করেন। আল হাদিদ ফাউন্ডেশনের এমন সংস্কারে সংগঠনটির প্রতি এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত সংগঠনটি তাদের বিনামূল্যে রক্ত প্রদানসহ বিভিন্ন মানবসেবা ও সমাজসেবামূলক কাজ অব্যাহত রেখেছেন। আল হাদিদ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, এলাকাবাসীর সহযোগিতায় তারা মানবসেবা ও সমাজসেবার মতো মহৎ কাজ অব্যাহত রাখতে চান।