মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগরে উপজেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন এলাকায় কোস্ট গার্ডের সফল অভিযানে বনদস্যু আসাবূর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটককৃতদের কাছ থেকে বনদস্যুতার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাওয়া জেলে ও বাওয়ালিদের কাছ থেকে চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
স্থানীয় জেলেদের ভাষ্য মতে, ডা'কা'ত আসাবূর বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের গ্রেপ্তারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসে সুন্দরবন আবার জেলেদের জন্য খুলে দেওয়ার পূর্বে বনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে। এ সময় কোস্ট গার্ড সাধারণ জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয়দের দাবি, এই ধরনের অভিযানের মাধ্যমে সুন্দরবনে নিরাপদে মাছ ধরা ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হবে, যা এলাকাবাসীর জন্য বড় স্বস্তির বিষয়।