মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।
সুন্দরবনের মাছ ধরার মৌসুম শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ফের নদ-নদীতে নামতে পারবে হাজারো জেলে। এই খবরে পল্লিতে বইছে প্রাণচাঞ্চল্য।
বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ সুন্দরবনঘেঁষা জেলাগুলোর নদীতীরবর্তী গ্রামগুলোতে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। নৌকা মেরামত, জাল সেলাই, খাবার, তেলসহ প্রয়োজনীয় রসদের জোগান নিশ্চিত করতে রাত-দিন কাজ করছেন জেলেরা।
মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সব ধরনের মাছ আহরণ বন্ধ ছিল। এই সময় জেলেদের বিকল্প সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলেরা জানান, দীর্ঘদিন বসে থাকার পর এখন তাদের একটাই লক্ষ্য—নদীতে নেমে ভালো মাছ ধরা। তবে অনেকে ব্যাংক ঋণ বা মহাজনের কাছ থেকে ধার করে নৌকা মেরামতের খরচ চালাচ্ছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে জেলেদের নির্ধারিত পারমিট ও আইডি কার্ডসহ নির্দিষ্ট নিয়মে মাছ ধরার অনুমতি দেওয়া হবে।
এদিকে স্থানীয় বাজারগুলোতেও জাল, রশি, তেলসহ মাছ ধরার উপকরণের বিক্রি বেড়ে গেছে। ব্যবসায়ীরাও খুশি।
সুন্দরবনের উপর নির্ভরশীল হাজারো পরিবার এই মৌসুমে কিছুটা স্বস্তির আশা করছে। জেলেরা নিরাপদে ও নিয়ম মেনে মাছ ধরবে—এটাই এখন সবার প্রত্যাশা।