একে আজাদ , ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে এখন সরকারি রেটে টোল আদায় করা হচ্ছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে যাদুরানি পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেয়া হয়েছে। কোনো অতিরিক্ত টোল বা টাকা নেওয়া হচ্ছে না।
হাটে আসা গরু ব্যবসায়ী জালাল উদ্দিন জানান, আগে গরু প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা লেখাই বাবদ নেওয়া হতো। এখন গরু প্রতি লেখাই বাবদ ২৩০ টাকা করে নিচ্ছে। এতে আমরা ক্রেতারা ভীষণ খুশি এবং সন্তুষ্ট। আগে যে টাকা অতিরিক্ত নেওয়া হতো সেই টাকা দিয়ে আমরা এখন গরুর খাবার কিনতে পারছি। সাধারণ ক্রেতারাও একই কথা বলেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, হাটে সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার টোল আদায় করা হচ্ছে। কোন প্রকার অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না মর্মেও তিনি জানান।