1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

১০ম থেকে ৯ম গ্রেডে পদোন্নতির দাবীতে পটুয়াখালীতে ইউএপিইওদের স্মারকলিপি

মোঃ জিয়াউল রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল।
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,বিভাগীয় প্রধান বরিশাল।

 

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুর ১২ টায় উপস্থিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদের গ্রেড ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউএপিইও পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হওয়ার পর ১৯৯৪ সালে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। তবে, দীর্ঘ ৩০ বছরেও এই পদোন্নতি পরিবর্তিত হয়নি, যখন অন্যান্য সমমানের পদগুলো সময়ের সঙ্গে সঙ্গে উন্নীত হয়েছে। ফলে এই পদে কর্মরত কর্মকর্তারা পদোন্নতির সুযোগ না পেয়ে একই পদে ২০-২৫ বছর চাকরি করে অবসরে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের মধ্যে হতাশা তৈরি করছে। আরও বলা হয়, ইউএপিইওগণ মাঠপর্যায়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে থাকেন। তারা নির্বাচন পরিচালনা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা, নকলমুক্ত পরীক্ষা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেন। অথচ, প্রধান শিক্ষকের গ্রেড ১০ম হওয়ায় ইউএপিইওগণ তাদের প্রশাসনিক দায়িত্ব পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন।সরকারি বিভিন্ন কমিটির সুপারিশ এবং উচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে ইউএপিইওদের ৯ম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা উল্লেখ করে বলা হয় এটি বাস্তবায়িত হলে সরকারি ব্যয়ের তেমন কোনো পরিবর্তন হবে না, কারণ অধিকাংশ ইউএপিইও ইতোমধ্যেই টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের মাধ্যমে উচ্চ গ্রেডভুক্ত হয়ে গেছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলার সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ মো. রজ্জাক হোসাইন, সদস্য মেহেরুননেছা বেগমসহ অন্যান্য সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ।****

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট