বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ হলেও সেখানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই। কাঁচা ও কাঁদায় ভরা পথ দিয়ে শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। বর্ষা মৌসুমেতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন অনেকেই স্কুলে যেতেই পারে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার খাতুন জানান, “ছাত্রছাত্রীদের উপস্থিতি ঠিক রাখতে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলি, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে শিশুরা স্কুলে আসতে ভয় পায়।”
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাঃ ইনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের পথটি সংস্কার করার চেষ্টা করেছি,এমনকি স্থানীয় সরকারের কাছে বহুবার আবেদন করেছিলাম কিন্তু আজও পর্যন্ত সংস্কারের মুখ দেখেনি স্কুলের ওই রাস্তাটি।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক ও ঢাকা কলেজের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজের ইয়াছিন আরাফাত দৈনিক সাতক্ষীরা দিগন্তের ” প্রতিবেদককে জানান গাবুরা দ্বীপ ইউনিয়নে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় অবহেলিত অবস্থায় পড়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে নাপিতখালী প্রাথমিক বিদ্যালয়, সরজমিনে সোমবার সকালে বিদ্যালয়ে যে দেখা যায় যাতায়াতের রাস্তাটি কাদা মাটিতে ভরা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন টানা কয়েকদিনের বৃষ্টিতে আমরা স্কুলে আসতে পারি নাই যদুবা আসতে হয়েছে পরনি ড্রেস পরিবর্তন করে আরেকটি ড্রেস পড়ে স্কুলে আসতে হয়েছে। স্কুল ছাত্র ছাত্রীদের দাবি দ্রুত বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি সংস্কার করার।
অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।