মোঃকামাল উদিন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
নানা জল্পনা-কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুলাই এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তাই ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা ও কৌতুহল লক্ষ্য করা যাচ্ছে।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে যেন নতুন প্রাণসঞ্চার ফিরে এসেছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে ঘিরে তাদের মাঝে চলছে নানান আলোচনা,সমালোচনা ও হিসাব-নিকাশ। তৃণমূল পর্যায়ে এরকম আলোচনায় চায়ের কাপে ঝড় তুলে সবার কৌতূহলী চোখ এখন ১২ জুলাইয়ের সম্মেলনের দিকেই আটকে আছে।
উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, এ পর্যন্ত সভাপতি পদে ০২ জন, সাধারণ সম্পাদক পদে ০২ জন এবং সাংগঠনিক পদে ০৮ জন মনোনয়ন পত্র কিনেছেন।
সভাপতি পদে লড়বেন উলজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সৈয়দ আলম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হায়াত নুরুন্নবী।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মনোনয়ন পত্র কিনেছেন বলে জানা গেছে।
উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, মূলত: ত্যাগী, সৎ,নির্লোভ, কর্মীবান্ধব ও দুঃসময়ে দলের জন্য জীবনবাজি রেখেছিল এমন ব্যাক্তিরাই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
ইতিপূর্বে গত ১৭ ফেব্রুয়ারী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা পিছিয়ে যায়। ১২ জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সাল আমীনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিতে পারেন, বলে জানা গেছে।