জামালপুরের দেওয়ানগঞ্জে তিন সন্তানের জননী
সাথি আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাথী আক্তার দক্ষিন কাঠারবিল গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী।
পারিবারিক অশান্তি থাকায় তিন সন্তানের জননী গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রামে।
স্থানীয়রা জানান দক্ষিন কাঠারবিল গ্রামের গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী সাথি আক্তার তিন কন্যা সন্তানের জননী। সংসারে অভাব অনটন থাকায় প্রতিনিয়তি পারবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে রশি দিয়ে ধর্ণার সাথেগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান. পারিবারিক অশান্তি থাকায় গৃহবধু আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনা স্হলে রয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।