1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরা আশা শুনিতে অবৈধ নেট পাঠা উচ্ছেদ করতে বলাই স্থানীয় নেতাকর্মীদের প্রভাবে সংখ্যালঘুদের উপর হামলা

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

জলাবদ্ধতা নিরাশনে সাতক্ষীরা জেলাবেপি প্রশাসনকৃতক মাইকিং করে বলার পরেও মৎসঘেরের এবং খালের অবৈধ নেট পাঠা অপসারণ না করে, উল্টা পানিবন্দি সংখ্যালঘুদের উপর হামলা করে দুর্বৃত্তরা| স্থানিয়ো সূত্রে জানা যায় খাজারা ইউনিয়নে কয়েকশো বিগে মৎস্য ঘের আছে| এসব ঘরে অবৈধ নেট পাটা দিয়ে খালের মুখ আটকে রাখা হয়েছে| এতে করে পানি সরার কোন বিকল্প পথ নাই| এ বিষয়ে জেলা প্রশাসন মাইকিং করলেও প্রশাসনের পক্ষে টিএনও অফিস ও মৎস্য অফিস থেকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি| খালের মুখ থেকে ঘেরের নেট পাঠা উঠানোর জন্য খাজরা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বিকাশ চন্দ্র ,বিধানচন্দ্র, দেবাশীষ মন্ডল, আরো কয়েকজন| মিলে ঘের মালিকদের সাথে কথা বলতে গেলে ঐ এলাকার প্রভাবশালী মফিজুল ইসলাম ও কাদের মিলে বেআইনিভাবে জনতা দলবদ্ধ হয়ে সংখ্যালঘুদের উপরে হামলার নির্দেশ দেয় এতে করে আহত হয়েছেন কয়েকজন তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন| হামলাকারীরা কারীরা হলেন একই গ্রামের হাফিজুল ইসলাম আরাফাত ,নিশাত, আজহারুল ইসলাম, হামলাকারীরা মারধরের পরে পালিয়ে যায়| আশাশুনি থানায় থেকে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| আশা শুনি থানার এসআই হাবিব বলেন তেমন কোন ক্ষয়ক্ষতি হই নাই আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছেছিলাম এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট