কবি : শাওন খন্দকার।
সুরেলা পাখির ডাক
মধুময় গান,
শুনে লাগে ভালাে বেশ
ভরে যায় প্রাণ।
গাছে গাছে কুহু-কুহু
কোকিলের ডাক,
লাগে ভালাে কিচিমিচি
শালিকের ঝাক।
ময়না কোকিল তােলে
মধুময় সুর,
ভালাে লাগে শুনে বেশ
বাহ্ কী মধুর!
পাখিদের কলগানে
লাগে ভালাে বেশ,
সুরের তুলনার
নেই কোনাে শেষ।