সাংবাদিক শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। সাংবাদিক মূলত একটি পেশা। বিভিন্ন ধরনের নিউ চ্যানেল পেপার পত্রিকার খবর সংগ্রহের জন্য কাজ করে থাকেন সাংবাদিক।
বর্তমান সময়ে সাংবাদিকের তুলনাও অনেক বেশি।একজন সাংবাদিক এর বিষয় সাংবাদিক একটি খুবই গুরুত্বপূর্ণ পেশা।
তবে এই বিষয়ে বর্তমান সময়ে রয়েছে অসংখ্য মানুষ এর মধ্যে অনেকের সততা নীতি রয়েছে আবার অনেকেই সততা নীতি বিসর্জন দিয়ে সাংবাদিকতা করছেন।
একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে কোন নিউজ সঠিকভাবে মানুষের মাঝে তুলে ধরা। তবে বর্তমান সময়ে ভুল নিউজ সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে নিউজ প্রকাশের বিষয়টি খুবই লক্ষণীয়।তার মানে দাঁড়াল, পৃথিবীতে সাংবাদিকতাই একমাত্র পেশা , যেই পেশায় আসতে হলে যার যখন খুশি টাকা দিয়ে কার্ড আনবে আর সাংবাদিকতা নামের অপসাংবাদিকতা করে আমার রুটি রুজির একমাত্র এই পেশাটিকে কলঙ্কিত করবে।
বর্তমানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পেশায় যারা ছিলেন,আছেন, ভবিষ্যতে আসবেন তাদের অনেকেরই পেশাগত যোগ্যতার চেয়ে মুখের যোগ্যতা অধিক বেশি বলে মনে হয়। একজন সাংবাদিকের কোন দল নেই, অথচ দলের প্রতি অনেকের প্রকাশ্য সমর্থন। কারও কারও হয়তো গোপনে। তবে রাজনৈতিক তকমা লাগানো সাংবাদিকরা যে এ সময়ে সবচেয়ে ভাল আছেন তা নিঃসন্দেহে যে কেউ স্বীকার করবেন। সাংবাদিকতা বহু প্রকারের হতে পারে। কেউ করেন প্রটোকল জার্নালিজম, কেউ করেন ফটোজার্নালিজম, কেউ বা করেন অনুসন্ধানী সাংবাদিকতা, আবার কেউ কেউ আছেন হলুদ সাংবাদিকতার ধাচে ফেইক সাংবাদিকতা করে মজা লুটে নিচ্ছেন।সাংবাদিকদের রাজনৈতিক নিষিদ্ধ করা হউক।