ভোলা জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশ ভোলার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় ও বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জনাব মুহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার হিসেবে ভোলা জেলার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে বরণ করা হয় এবং পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।