1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন ১৫ বছরে পদার্পণে উদযাপন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

 

 

মোঃ মনিরুল ইসলাম, পাবনা

সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ১৫ বছরে পদার্পণ উপলক্ষে পাবনা স্বাগতম চাইনিজ রেস্টুরেন্ট কনভেনশন হলে আলোচনা ও দোয়া অনুষ্ঠান উদযাপন করা হয়। পাবনা জেলা শাখার উদ্যোগে এই আয়োজনে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন দৈনিক খবর বাংলার সম্পাদক ডা. আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, পাবনা জেলা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, এস.এ টিভি পাবনা জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের পাবনা জেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সাজ্জাদ প্রামানিক বাচ্চু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান ম্যাকসিম। সঞ্চালনায় ছিলেন শারাফা বিনতে নাবা।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে সম্প্রতি দেশের স্বৈরাচার পতনে ছাত্র-জনতার সকল শহীদ, বন্যায় নিহত, করোনাকালীন সময়ে নিহত এবং নিহত সকল স্বেচ্ছাসেবকদের রুহের মাগফিরাত কামনায় এবং সংগঠনের কার্যক্রক্রম এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন অসংঙ্গতি তুলে ধরে এবং সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকদের ভুমিকা তুলে ধরেন। স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের দায়িত্বশীল কর্মকান্ডকে আরও বেগবান করার আহ্বান করা হয়। বক্তারা আরও বলেন মানবসেবায় দেশজুড়ে ১৫ বছর যেভাবে নিজ উদ্যোগে নিরলসভাবে কাজ করে চলেছে জুবায়ের খান প্রিন্স, সেভাবে প্রতিটি এলাকায় তরুণ প্রজন্মকে উদ্যোগ নিয়ে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। সেই সাথে সামর্থবান ও সচেতন নাগরিকদের এইসব স্বেচ্ছাসেবকদের কাজে এগিয়ে আসতে হবে। সমাপনি বক্তব্য দেন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক রোটারিয়ান আব্দুল মান্নান ভুঁইয়া। পরিশেষে কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ১৫ বছরের যাত্রার সফলতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট