1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সীতাকুণ্ডে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধের স্মারকলিপি প্রধান

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)

শিক্ষার পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষার ও সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের পার্শ্বস্থ কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড এর এডমিন বিভাগ কে বিভিন্ন গাড়ি অবৈধভাবে পার্কিং বন্ধের স্মারক লিপি প্রধান করেন কুমিরা ছাত্র সমাজের প্রতিনিধিরা।

 

রবিবার (১৫ ) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পার্শ্বস্থ কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড কোম্পানির এডমিন বিভাগ কে এই স্মারকলিপি প্রধান করেন কুমিরা ছাত্র সমাজের প্রতিনিধিরা।

 

এই স্মারকলিপিতে অভিযোগ লিখে বলেন, বর্তমান সময়ে এসে দেখা যায়,বেশ কিছু দিন যাবৎ আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে অবৈধ গাড়ি পার্কিং এর অভিযোগ পাওয়া গেছে। আর এই যত্রতত্র পার্কিং এর ফলে সাধারণ জণগণের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গাড়ির যানজট সৃষ্টি হচ্ছে।এতে আরো উল্লেখ করা হয়, আপনার প্রতিষ্ঠানের গাড়িগুলোর পার্কিংয়ের ফলে অত্র প্রতিষ্ঠানের পাশাপাশি অবস্থিত আরো তিনটি স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত চলাফেরা করে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের সড়ক দূর্ঘটনায় পতিত হওয়ার একটি ঝুঁকি থেকে যায়।

 

তারা আরো অভিযোগ করেন, আপনাদের এই অবৈধ গাড়ি পার্কিং ফলে দীর্ঘ যানজ সৃষ্টি হয়। এতে করে বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের চলাফেরার সময় গাড়ির শ্রমিকরা প্রায় সময় সাধারণ জণগণ এবং ছোট যানবাহনের ড্রাইভারের সাথে অসৎ আচারণ করেন।

 

এ সময় কুমিরা ছাত্র সমাজ বলেন যদি এই অবৈধ গাড়ি পার্কিং অতি শিগগিরই নিরষণ না হলে, স্থানীয় প্রশাসনসহ সর্বোচ্চ মহলের সু-দৃষ্টি কামনা করে বলেন, আমরা আপনাদেরই সন্তান, আমাদের ন্যায় দাবি মেনে নিয়ে অভিলম্বে সীতাকুণ্ড কুমিরা ইউনিয়ন এর রাস্তার দুপাশের অবৈধ গাড়ি পার্কিং এবং যানবাহনসমূহ সরানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোন মুহূর্তে সড়ক দুর্ঘটনাসহ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

এই সময় ছাত্র সমাজ বলেন, আমরা সাধারণ জণগণের সুবিধার জন্য কাজ করতেছি, করে যাব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট