বিনোদন ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘টেক্কা’ সিনেমার প্রচারের অনুষ্ঠানে গিয়ে বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য করেন তিনি। আর স্বস্তিকার সেই মন্তব্য নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন।
এমনকি অভিনেত্রীকে এটাও শুনতে হয়েছে যে, ‘টেক্কা’র প্রোমোশনের জন্যই তিনি নাকি আর জি কর আন্দোলনে যোগ দিয়েছেন। এবার সেসব সমালোচকদের জবাব দিলেন স্বস্তিকা মুখার্জি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আজ আর কোনও তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে।’