জামালপুর জেলার বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযনে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি-২।মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল মদসহ রামরামপুর এলাকার মৃত মান্দু শেকের ছেলে মোশারফ হোসেন (২৪) গ্রেফতার করেন।পৃথক অভিযানে গতরাতে ইসলামপুর থানা এলাকা থেকে পলবান্ধা ব্যপারিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে শফিকুল ইসলাম শিপন (৩৬) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।জেলা গোয়েন্দা শাখা ২ (ওসি) সোহেল রানা সত্যতা নিশ্চিত করে।
তিনি জানান,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।