1. info@dailysatkhirdiganta.online : সাতক্ষীরা দিগন্ত : দৈনিক সাতক্ষীরা দিগন্ত
  2. info@www.dailysatkhirdiganta.online : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

মাকে গাছে বেঁধে পুড়িয়ে হত্যা, দুই ছেলে গ্রেফতার।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক:

 

ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে গাছে বেঁধে ও জ্যান্ত পুড়িয়ে এক নারীকে হত্যার অভিযোগে তার দুই ছেলে ও এক পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর স্থানীয় পুলিশ সদস্যরা সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

 

 

 

পুলিশের সূত্র হতে জানা গেছে, আটককৃতরা হলেন রনবীর দেবনাথ ও তার স্ত্রী এবং বিপ্লব দেবনাথ।

 

 

পুলিশের বরাতে জানা গেছে, তিন ছেলের জন্মদাত্রী ৫৫ বছর বয়সী ওই নারীর নাম মিনতি দেবনাথ। শনিবার গভীর রাতে তাকে হত্যা করা হয়। ২০২২ সালে তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি পশ্চিম ত্রিপুরার চম্পকনগরে গ্রেফতারকৃত দুই ছেলের সঙ্গে বাস করতেন। আর তার বড় ছেলে আগরতলার বাসিন্দা।

 

মিনতি দেবনাথের দগ্ধ দেহ তার বাসস্থানের পেছনে গাছে বাঁধা অবস্থায় খুঁজে পায় পুলিশ। ময়নাতদন্তের জন্য স্থানীয় এক সরকারি হাসপাতালে তার মরদেহ হস্তান্তর করা হয়।

 

পারিবারিক কোনও দ্বন্দ্বের জেরেই ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তারা আরও জানিয়েছেন, মিনতি অবৈধ কোনও কাজে জড়িত ছিলেন বলে আটককৃতদের সন্দেহ ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© দৈনিক সাতক্ষীরা দিগন্ত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট